কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কয়রায় চলছে স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামত, পানিতেই ঈদের জামাত

বণিক বার্তা প্রকাশিত: ২৫ মে ২০২০, ১৩:০২

আজ ভয়াল ২৫ মে। ২০০৯ সালের এই দিনে উপকূলীয় অঞ্চল ঘূর্ণিঝড় আইলার আঘাতে লন্ডভন্ড হয়। আর এই দিনেই এবছর দেশে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। আইলায় খুলনার উপকূলীয় উপজেলা কয়রার বাঁধ ভেসে যায়। কয়রার মানুষের দাবি ছিল টেকসই বেড়িবাঁধ, কিন্তু ১১ বছরেও তা নির্মিত হয়নি। এমন অবস্থার মধ্যে কোন রকমে টিকে থাকা বাঁধের অংশটুকুও গত ২০ মে আরেক ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে তছনছ হয়ে যায়। এখন কয়রার মানুষ নিজেরাই স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতে ব্যস্ত সময় পার করছেন। অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকরা বলছেন, বাঁধ আটকাতে পারলেই কয়রার মানুষ লোনা পানির গ্রাস থেকে মুক্তি পাবে। মাথা গোঁজার ঠাঁই পাবে। তাই বাঁধ মেরামত শেষ হলেই বাড়ি ফিরবেন তারা। ঈদের দিনেও থেমে নেই নির্মাণ কাজ। কয়রার মানুষ আজ ২৫ মে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পানির মধ্যে দাঁড়িয়েই আদায় করেছেন। নামাজ আদায়ের পর তছনছ হওয়া বাঁধ মেরামতের কাজে নেমে পড়েছেন। স্বেচ্ছাসেবকদের জন্য রান্না করা হয়েছে সেমাই। ঈদের নামাজ শেষে একসঙ্গে সেমাই খেয়ে বাঁধ তৈরিতে নামেন তারা। দুপুরেও তাদের জন্য আয়োজন থাকছে খিচুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত