কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনাকালে ঘরবন্দী ঈদ

বণিক বার্তা প্রকাশিত: ২৪ মে ২০২০, ০৩:০২

আজ ঈদুল ফিতর। রমজান মাসের ৩০ দিন রোজা রাখার পর ঈদ উদযাপন করছে মুসলিম সম্প্রদায়। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও মহাধুমধামে উদযাপিত হয় ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব। প্রতিবছর নতুন জামাকাপড় পড়ে সুগন্ধি আতড়-সুরমা লাগিয়ে সকালে দল বেঁধে ঈদগাহে যাওয়াটা ঈদের পরিচিত দৃশ্য। এবছর অজানা এক ভাইরাসের কবলে পড়ে উৎসবে ভাটা পড়েছে। এবছর ঈদ ভিন্ন এক আবহে। নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে প্রায় দুমাস ধরে ঘরবন্দী বাংলাদেশের মানুষ। এমন প্রেক্ষাপটে মানুষ ঈদ উদযাপন করবে ঘরবন্দী হয়েই। শেষ সময়ে চলাচলে কিছুটা শিথিলতা আর অনলাইনের কল্যানে অনেকেই নতুন জামা কাপড় কিনেছেন, তবে তা অন্যান্য বছরের মতো নয় নিশ্চয়ই। দুকোটি মানুষের এই শহরের মানুষ ঈদের আগে যেভাবে ঢল নামিয়ে গ্রামের দিকে ছুটে যান এবার সেই অবস্থা নেই। ব্যক্তিগত গাড়ি আর বিচ্ছিন্নভাবে কিছু মানুষ ঢাকা ছাড়লেও গণপরিবহন বন্ধ থাকায় সেই সংখ্যাটাও অন্যান্য বছরের তুলনায় নেহায়েত কম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত