কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঈদে খালেদা জিয়ার সাক্ষাত পাবেন শুধু পরিবারের সদস্যরা

এনটিভি প্রকাশিত: ২৪ মে ২০২০, ২৩:০৫

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে সাবেক এই প্রধানমন্ত্রী কারাবাসে ছিলেন৷ পরে সরকারি নির্দেশে জামিন পান তিনি। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি পুরাতন কেন্দ্রীয় কারাগারে গেলেও খালেদা জিয়ার বেশিরভাগ সময় কাটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানে এক বছরের বেশি সময় তিনি চিকিৎসাধীন ছিলেন। সব শেষ ২০১৯ সালের ১ এপ্রিল থেকে ২০২০ সালের ২৫ মার্চ মুক্তির আগ পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে মুক্তি পেয়ে তিনি গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা‘য় উঠেন। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসা নিচ্ছেন।

সরকারের নির্বাহী আদেশে মুক্তির ফলে দীর্ঘ দুই বছর পর খালেদা জিয়া নিজ বাসায় ঈদ পালন করবেন। এর আগে ২০১৮ সাল ও ২০১৯ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহা কারাগারেই কাটাতে হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। এ সময় ঈদের দিন বা পরের দিন পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সুযোগ পেতেন।তবে এবার খালেদা জিয়া নিজ বাসায় থাকলেও দলীয় নেতাকর্মী ও আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পারবেন না। মূলত করোনাভাইরাসের কারণে তিনি বাসভবনের দ্বিতীয় তলায় কোয়ারেন্টিনে আছেন। বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ চিকিৎসকদল তাঁর চিকিৎসা দিচ্ছেন।এদিকে বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) শুধু পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের দিন সাক্ষাৎ করবেন। এ ছাড়া আর কারো সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন না।’
খালেদা জিয়া প্রতিবার দলীয় নেতাকর্মী, বিদেশি কূটনীতিক, রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। কিন্তু গত দুই বছর কারাগারে থাকায় সেটি সম্ভব হয়নি৷ আর এবার জামিনে মুক্ত থাকলেও করোনা মহামারী ও অসুস্থতার কারণে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন না। তবে দলের পক্ষে মহাসচিবের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন।
খালেদা জিয়া দুই বছর পর এবার বাসায় ঈদ করবেন এতেই খুশি দলীয় নেতাকর্মীরা।

এ ব্যাপারে ড্যাব সভাপতি ডা. হারুনুর রশীদ বলেন, ‘আমরা নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারছি না এটা বিএনপির প্রতিটা নেতাকর্মীর মনের কষ্ট। কিন্তু বর্তমান পরিস্থিতি ও নেত্রীর সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা সেই কষ্ট মেনে নিচ্ছি। ইনশাল্লাহ, পৃথিবী আবার আগের অবস্থায় ফিরে আসবে, আমরাও প্রাণপ্রিয় নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করবো।’হারুনুর রশীদ আরো বলেন, ‘নেত্রী দীর্ঘদিন কারাগারে থাকায় শারীরিকভাবে অসুস্থ। সেখানে তাঁর ঠিকভাবে চিকিৎসা হয়নি, ফলে মুক্তির পর থেকে বাসায় তাঁর চিকিৎসা চলছে। আমরা দোয়া করি, প্রিয় নেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন৷’ ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‘আমাদের প্রিয় নেত্রী জামিনে মুক্ত আছেন, নিজ বাসায় আছেন এটাই আমাদের কাছে ঈদের সবচে বড় আনন্দ। বর্তমান অবস্থা কেটে গেলে এবং প্রিয় নেত্রী শারীরিকভাবে সুস্থ হলে ইনশাল্লাহ আমরা উনার সঙ্গে দেখা করতে পারব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও