কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনাকালে সৌদি প্রবাসীদের নিরানন্দ ঈদ

সময় টিভি প্রকাশিত: ২৪ মে ২০২০, ২১:৫৩

করোনা পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভিন্ন প্রেক্ষাপটে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মহামারির কারণে এ বছর মসজিদুল হারামে সীমিত পরিসরে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। ঘরে এবং কোম্পানির ক্যাম্পেই ঈদ উদযাপন করেন সৌদি প্রবাসীরা। এমন বিবর্ণ ঈদ আগে দেখেনি বিশ্ববাসী।

প্রতি বছর লাখো মুসল্লির উপস্থিতিতে মক্কা ও মদিনায় ঈদুল ফিতরের জামাত হলেও করোনার কারণে এবারের চিত্র ছিল পুরোপুরি ভিন্ন। শারীরিক দূরত্ব মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত ঈদের নামাজে অংশ নেন হাতে গোনো কয়েকজন মুসল্লি। কোভিডের প্রভাবে উৎসব পরিণত হয়েছে বিষাদে। দেশে আসতে না পারা ও স্বজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ না হওয়ার আক্ষেপ সৌদি প্রবাসী বাংলাদেশিদের। তারা বলেন, সৌদি আরবে লকডাউন চলছে। এমন অবস্থায় আমাদের কাজ নেই। কর্মহীন অবস্থায় পড়ে আছি। পরিবারের জন্য চিন্তায় আছি। কী করব আমরা বুঝতে পারছি না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে