কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শেষ দিনেও মার্কেটগুলোতে বেচাকেনা জমেনি

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৪ মে ২০২০, ২০:১০

ঈদকে সামনে রেখে শেষ দিনেও রাজধানীর মার্কেটগুলোতে বেচাকেনা জমেনি। মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় নেই। বিক্রি নেই বলে হতাশ ব্যবসায়ীরা। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে ঈদের আগের দিনও আশানুরূপ বেচাকেনা নেই বলে জানিয়েছেন তারা। শনিবার (২৪ মে) রাজধানীর মিরপুর-১, ২, ১০, ১১, ১৩, শেওড়াপাড়া, কাজীপাড়া এলাকা ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।  ব্যবসায়ীরা বলেন, সরকারের স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গত ১০ মে থেকে মার্কেট খুলেছি। মার্কেটে দর্শনার্থী এলেও ক্রেতা নেই। শেষ দিনের বেচাকেনাও হতাশ করেছে আমাদের। করোনা সংক্রমণ অধিকতর বেড়ে যাওয়ায় ক্রেতারা মার্কেটমুখী হয়নি। এতে আমাদের ব্যবসায় ব্যাপক ধস নেমেছে।

সরকারের বিধি অনুযায়ী বিকেল ৪টায় দোকান বন্ধ করার কথা থাকলেও শেষ দিনে অধিকাংশ মার্কেটকেই এ নিয়ম মানতে দেখা যায়নি। শেষ মুহূর্তের ক্রেতা পেতে দোকান খুলে রেখেছেন বিক্রেতারা। এ ব্যাপারে মিরপুর-১০ নম্বর সেকশনে অবস্থিত তাবাসসুম ফ্যাশনের মালিক মো. জনি বাংলানিউজকে বলেন, ঈদের আগের দিন হলেও মার্কেটে বেচাকেনা নেই। গত বছরের বিক্রির ১০ শতাংশও বেচাবিক্রি হয়নি এ কয়দিন। সরকারের বিধি অনুযায়ী প্রতিদিন বিকেল ৪টায় দোকান বন্ধ করেছি, তবে আজ শেষ দিন হওয়ায় কিছুটা দেরি করছি।

এখনও শেষ মুহূর্তে দু-চারজন ক্রেতা আসতে পারেন।  রমজানের প্রতিদিনই বেচাবিক্রি আমাদের হতাশ করেছে বলে জানালেন মিরপুরের ফ্যাশন ওয়ার্ল্ডের মালিক মোহাম্মদ ইসমাইল। তিনি বাংলানিউজকে বলেন, ঈদের বেচাকেনা নেই। এমনি দিনেও এর চেয়ে বেশি বেচাকেনা করি আমরা। প্রতিবছর ঈদে ক্রেতাদের ভিড়ে হিমশিম খেতে হয়। আর এ বছর অনেকটাই ক্রেতাশূন্য। রাজধানীর ফুটপাতেও বেচাবিক্রি একেবারেই নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। মিরপুর-১০ নম্বর সেকশনে ফুটপাতের দোকানি সুমন বাংলানিউজকে বলেন, আজ একেবারেই বেচাকেনা নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও