কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘বাঁধের কাজে প্রয়োজনে সেনাবাহিনীকে কাজে লাগানো হবে’

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৪ মে ২০২০, ০৬:৩৫

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার বলেছেন, ঘূর্ণিঝড় আম্পানে সাতক্ষীরার গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, প্রতাপনগর, খুলনার কয়রা ও পাইকগাছাসহ বিভিন্ন এলাকার বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছে। ইতোমধ্যে অনেক জায়গায় মেরামত করা হয়েছে। ভরাকাটালের কারণে নদীতে প্রবল জোয়ারে কাজ করা কঠিন হচ্ছে। আগামী তিন দিনের মধ্যে বড় বড় ভাঙন এলাকাগুলোতে কাজ শুরু হবে। যেসব এলাকায় বাঁধ নির্মাণে সেনাবাহিনী দরকার সেখানে তাদের কাজে লাগানো হবে।

শনিবার (২৩ মে) আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা শ্যামনগরের বুড়িগোয়ালীনি, গাবুরা, পদ্মপুকুর, আশাশুনির প্রতাপনগর ও খুলনার কয়রার বিভিন্ন এলাকায় পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় আম্পান যে গতিতে দেশের উপকূলে আঘাত হেনেছে তাতে ওইসব বাঁধে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। এক বছরের মধ্যে আমাদের দেশের ওপর দিয়ে সাতটি ঘূর্ণিঝড় গেছে। এতে করে উপকূলের অধিকাংশ বাঁধে সমস্যা দেখা দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও