কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা: স্পেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে ভিন্নধর্মী বিক্ষোভ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ মে ২০২০, ২১:০৭

করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে স্পেনের প্রধানমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ভিন্নধর্মী বিক্ষোভ করেছে দেশটির হাজার হাজার মানুষ।

দেশটির কট্টর ডানপন্থী ভক্স পার্টির নেতৃত্বে শনিবার রাজধানী মাদ্রিদের রাস্তায় হাজারও মানুষ গাড়ি নিয়ে নেমে আসেন। এ সময় গাড়িতে থেকেই দলীয় পতাকা প্রদর্শন ও হর্ন বাজিয়ে বিক্ষোভ করে প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ এবং উপ-প্রধানমন্ত্রী পাবলো ইগলিসিয়াসের পদত্যাগ দাবি করেন। তবে গাড়ির বাইরে বের হননি বিক্ষোভকারীদের কেউই।

করোনায় মৃত্যুপরীতে পরিণত হওয়া ইউরোপের এই দেশটিতে গত ১৪ মার্চ কঠোর লকডাউন ঘোষণা করা হয়। সম্প্রতি করোনা সংক্রমণ এবং মৃত্যু কমে আসায় লকডাউনের বিধি-নিষেধে শিথিলতা আনা হয়েছে। মাদ্রিদ এবং বার্সেলোনায় করোনার প্রাদুর্ভাব এখনও না কমায় এ দুই ধমহরে লকডাউন কার্যকর রয়েছে। টুইটারে দেয়া এক বিবৃতিতে ভক্স পার্টি বলেছে, রাষ্ট্রীয় অবিচার অবসানের সময় এসেছে। পেদ্রো স্যাঞ্চেজ এবং উপ-প্রধানমন্ত্রী পাবলো ইগলিসিয়াস স্প্যানিশদের দমনে কালা কানুনের ব্যবহার করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও