কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তবু আসছে বিশাল রাজস্বের লক্ষ্য

ইত্তেফাক প্রকাশিত: ২২ মে ২০২০, ১০:২১

করোনার পরিস্থিতিতে দেশের অর্থনীতি একরকম স্থবির। রাজস্ব আদায়েও এর ধাক্কা লেগেছে। তবে করোনার প্রাদুর্ভাবের আগেই দেশের রাজস্ব আদায়ের গতি কমতির দিকে ছিল। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, তাও অনিশ্চিত। ফলে স্বাভাবিকভাবেই আগামীতে সরকারের রাজস্ব আদায় আরো কমতির দিকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অথচ এমন পরিস্থিতির মধ্যেই আগামী ২০২০-২১ অর্থবছরের জন্য বিশাল রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করতে যাচ্ছে সরকার।

অর্থমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী অর্থবছর রাজস্বের লক্ষ্যমাত্রা আসতে পারে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকার। চলতি (২০১৯-২০) অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা। সেই বিবেচনায় আগামী অর্থবছরের জন্য আলোচ্য লক্ষ্যমাত্রা বড়ো কোনো লক্ষ্যমাত্রা নয়। কিন্তু আদায়ের চিত্রের দিকে তাকালে পরিস্থিতি লক্ষ্যমাত্রা কতটা বড়ো—তা আঁচ করা যাবে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাস জুলাই থেকে মার্চ পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা। প্রতি মাসে গড়ে আদায় হয়েছে ১৮ হাজার ৩৩৪ কোটি টাকা। সেই বিবেচনায় চলতি অর্থবছরের শেষ নাগাদ আদায় হতে পারে কমবেশি ২ লাখ ২০ হাজার কোটি টাকার মতো। শেষের মাসগুলোতে রাজস্ব আদায় বেশি হলেও এবার করোনার কারণে অর্থনৈতিক পরিস্থিতিতে মাথায় রাখতে হবে। ফলে ২ লাখ ২০ হাজার কোটি টাকার ওপর ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হলে আদায় করতে হবে ৫০ শতাংশ বেশি।

অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর এমনটিই মনে করছেন। ইত্তেফাককে তিনি বলেন, শুধু করোনার পরিস্থিতি নয়, যে কোনো বাস্তবতায়ই এই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। সূত্র জানিয়েছে, চলতি অর্থবছর রাজস্ব আদায় কমতে থাকায় লক্ষ্যমাত্রা সংশোধন করে তিন লাখ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও