কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শরণখোলায় পানিবন্দি ২০০০ পরিবার, ১০০০ কাঁচা ঘর বিধ্বস্ত

কালের কণ্ঠ প্রকাশিত: ২১ মে ২০২০, ২১:২৬

ঘূর্ণিঝড় আম্ফানে বাগেরহাটের শরণখোলার সাউথখালীতে দুই কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়ে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। এ উপজেলার চারটি ইউনিয়নে সহস্রাধিক কাঁচা ঘর বিধ্বস্ত এবং অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। ৩০০ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত ও ৪৫০ ঘেরের মাছ ভেসে গেছে। সাউথখালী, রায়েন্দা ও রাজৈর এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দুই হাজার পরিবার। বগী-গাবতলা এলাকার বহু মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শ করে দুর্গত মানুষের মাঝে প্রাথমিকভাবে ত্রাণ ও ঢেউটিন বিতরণ করেছেন। এ সময় শরণখোলা ইউএনও সরদার মোস্তফা শাহিন, মোরেলগঞ্জ সার্কেলের এএসপি রিয়াজুল ইসলাম, শরণখোলা থানার ওসি এসকে আব্দুল্লাহ আল সাইদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, রায়েন্দা ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন ও পিআইও রনজিৎ সরকার উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও