কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বরগুনায় চলছে বৃষ্টিপাত, ক্রমশ বাড়ছে জোয়ারের পানি

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২০ মে ২০২০, ০৭:২৫

সমুদ্রে চোখ রাঙাচ্ছে সুপার সাইক্লোন আম্ফান। উপকূল জুড়ে ৭ নম্বর বিপদ সংকেত জারি থাকলেও দিনভর কখনও ঘন কালো মেঘ আবার কখনও সাদা মেঘের ভেসে বেড়ানোর দৃশ্য ছিল।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যার পরও বরগুনার আকাশে মেঘের আড়ালে মিটমিট করে জ্বলছিল তারা। কিন্তু রাত সাড়ে ৯টার পর থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। রাত ১০টার পর ভারি বর্ষণ শুরু হয়ে কিছুক্ষণ পর থেমে যায়। রাত ১১টা থেকে দমকা বাতাসের সঙ্গে থেমে থেমে ভারি বর্ষণ শুরু হয় যা বুধবার (২০ মে) সকাল সাড়ে ৭টা পর্যন্ত এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অব্যহত ছিল।

এদিকে বরগুনা জেলার উপকুলীয় উপজেলা পাথরঘাটায মঙ্গলবার (১৯ মে) রাত থেকেই বৃস্টি শুরু হওয়ার পর থেকেই বিদ্যুতের ভেলকিবাজি শুরু হয়ে যায়। আর বুধবার সকাল থেকে ঝড়ো বাতাস বইছে, এ কারণে জনমনে আতঙ্ক বেড়ে গেছে। এ ছাড়া বাতাসের সঙ্গে সঙ্গে পানি বৃদ্ধি পাওয়ায় পাথরঘাটার নিম্নাঞ্চলের মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও