কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঘূর্ণিঝড় ‘আম্পান’ নিয়ে ভয়ে রোহিঙ্গারা

সমকাল প্রকাশিত: ১৯ মে ২০২০, ২২:১২

ঘূর্ণিঝড় ‘আম্পান’-এর প্রভাবে কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন পাহাড় ও বন কেটে আশ্রয় নেওয়া লাখো রোহিঙ্গার মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে এ দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।ঘূর্ণিঝড় মোকাবিলায় কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের রক্ষা করতে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থার সঙ্গে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মাহাবুব তালুকদার জানান, ‘ইতি মধ্যে সকল রোহিঙ্গা শিবিরে লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশপাশি ক্যাম্পের দুর্বল ঘরগুলো বাঁশ ও রশি টাঙিয়ে মেরামতের কাজ চলছে।’

তিনি জানান, ক্যাম্পে যেহেতু বড় ধরনের কোনো গাছপালা নেই, ফলে সেখানে দূঘর্টনার সুযোগও নেই। তবে ক্যাম্পে রেড ক্রিসেন্ট সোসাইটি, রেডক্রস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দমকল বাহিনী বিভিন্ন দাতা সংস্থার কর্মী বাহিনীসহ রোহিঙ্গা স্বেচ্ছাসেবীও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি রাখা হয়েছে। কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে সব মিলিয়ে ৩ হাজারের মত ভলেন্টিয়ার প্রস্তুত রয়েছে। পাশাপাশি পাহাড়ে অতি ঝুঁকিপূর্ণদের তালিকা তৈরি করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও