কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জিরোক্যাল ড্রিঙ্কস এন্ড ডেসার্টস রেসিপি পর্ব ২৫: ফ্রুট প্যান কেক

প্রথম আলো প্রকাশিত: ১৯ মে ২০২০, ১৪:২৫

ইফতারে বানাতে পারেন মজাদার মিষ্টি খাবার ফ্রুট প্যান কেক। জিরোক্যাল ড্রিঙ্কস এন্ড ডেসার্টস এর আজকের পর্বে চলুন জেনে নিই কীভাবে বানানো যায় ফ্রুট প্যান কেক। ফ্রুট প্যান কেক তৈরির উপকরণ: মিক্স ফ্রুট- ১০০ গ্রামকর্ণফ্লাওয়ার- ৫০ গ্রামডিম- ২ টিলো ফ্যাট ক্রিম- ১০০ গ্রামলবণ- স্বাদমতোতরল দুধ- ১৫০ গ্রামবেকিং পাউডার- ৫ গ্রামময়দা- ২০০ গ্রামমাখন- পরিমাণমতোখেজুরের পেস্ট- ১০০ গ্রামজিরোক্যাল- ২ স্যাশে ফ্রুট প্যান কেক তৈরির পদ্ধতি:ফ্রুট প্যান কেক তৈরির জন্য প্রথমে কেক এর ব্যাটার তৈরি করতে হবে।

ব্যাটার তৈরির জন্য একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার, তরল দুধ, লবণ ও ডিম ভালোভাবে মিশিয়ে মধ্যম ঘন মিশ্রণের মতো করে নিন। এবার চুলায় কড়াই বা ফ্রাই প্যান গরম করে নিন। কড়াই গরম হলে তাতে অল্প মাখন দিন। মাখন গলে গেলে ময়দা দিয়ে বানানো ব্যাটার দিয়ে গোল গোল প্যান কেক ভেজে তুলে নিন। এভাবে সবগুলো প্যান কেক ভাজা হয়ে গেলে এবার পরিবেশনের পালা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও