কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টেলিভিশন লাইভে নিজের করোনা টেস্ট করালেন নিউইয়র্কের গভর্নর

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৮ মে ২০২০, ১৮:৩৯

টেলিভিশন লাইভে নিজের করোনা টেস্ট করে আলোচনার সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো।
রোববার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত করোনা ব্রিফিং অনুষ্ঠানে নিজের করোনা টেস্ট করান তিনি। মূলত সাধারণ জনগণকে করোনা টেস্ট করানোর ক্ষেত্রে উদ্বুদ্ধ করতেই তার এই উদ্যোগ বলে তিনি জানিয়েছেন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্র। বর্তমানে বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যু উভয় দিক থেকেই শীর্ষে রয়েছে দেশটি। আর দেশটির মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্থ অঙ্গরাজ্য হলো নিউইয়র্ক। সেখানে এখন পর্যন্ত সাড়ে তিন লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে অন্তত ২২ হাজার মানুষের।

নিজের করোনা টেস্টের পর গভর্নর কুয়োমো বলেন, ‘নিউইয়র্কের বাসিন্দাদের বুদ্ধিমান, একতাবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ হতে হবে।’ তিনি আরো বলেন, ‘আমি যদি আগামীকাল উপস্থিত না হই, তার মানে আমার করোনা ধরা পড়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও