কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কেশবপুরে কোভিড–১৯ রোগী ভর্তি, ক্লিনিক লকডাউন

প্রথম আলো প্রকাশিত: ১৮ মে ২০২০, ১৭:৪৯

যশোরের কেশবপুরে একটি বেসরকারি ক্লিনিকে কোভিড–১৯ রোগী ভর্তির ঘটনায় সেটি লকডাউন করে দেওয়া হয়েছে। ক্লিনিকটির রোগী ও কর্মচারীদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কেশবপুর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জাানা গেছে, যশোর ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালের ভর্তি এক কোভিড–১৯ রোগী পালিয়ে যান। তিনি গতকাল রোববার কেশবপুর শহরের মাইকেল ক্লিনিকে ভর্তি হন।

ওই রোগীর গর্ভের সন্তান নষ্ট হয়ে যাওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিটে যেতে বলা হয়েছিল। কিন্তু তিনি ঢাকায় না গিয়ে পালিয়ে ওই ক্লিনিকে ভর্তি হন। বিষয়টি জানাজানি হলে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান গতকাল রাতে ওই ক্লিনিকে যান। তিনি বলেন, ওই রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও