কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কক্সবাজারে দোকানপাট-শপিং মল বন্ধের নির্দেশ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ মে ২০২০, ০৯:৩০

পর্যটন নগরী কক্সবাজারে করোনার প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মার্কেটমুখী মানুষের স্রোত। এতে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কায় কক্সবাজার জেলার সব ধরনের দোকানপাট ও শপিং মল আবারও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে বিকেল ৪টার পর সব ধরনের পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্তও হয়েছে।

সোমবার ( ১৮ মে) বিকেল ৪টা থেকে এ আদেশ কার্যকর হবে বলে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গণবিজ্ঞিপ্তিতে বলা হয়, করোনার বিস্তার প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে জেলার অভ্যন্তরীণ দোকানপাট ও শপিং মল শর্ত সাপেক্ষে চালুর সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু গত ৫ দিন মার্কেট ও শপিং মল সমূহ সরেজমিন পরিদর্শনে প্রতীয়মান হয় যে, মার্কেট ও শপিং মলসমূহে মানুষের উপচে পড়া ভিড়, স্বাস্থ্যবিধি মেনে চলতে অসচেতনতা এবং আগত ক্রেতা-বিক্রাতা কর্তৃক সরকার প্রদত্ত শর্ত মেনে চলার বিষয়ে সম্পূর্ণ অবহেলা প্রদর্শনের কারণে বর্ণিত শর্ত সমূহ যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে না। ফলে এ জেলায় করোনা ভাইরাসের সংক্রমণের হার মারাত্মক আকার ধারণ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও