কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মসজিদে পড়ে থাকা সেই বাংলাদেশি এখন হাসপাতালে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৭ মে ২০২০, ২১:১৪

‘কয়েকদিন আগে আমার এক ফেসবুক বন্ধু জানালো ভাই পাশেই মসজিদের সামনে একজন মানুষ অসহায়ের মতো পড়ে আছে, কী যেন হয়েছে। আপনি খোঁজ নিতে পারেন। আমি তাৎক্ষণিক চলে গেলাম সেই মসজিদের কাছে। দেখি কথা সত্য। মনে হচ্ছে কে বা কারা ফেলে গেছে। শুয়ে থাকতে থাকতে তার কোমরের নিচে ঘা হয়ে গেছে। কথা বলে জানতে পারলাম নাম হোসাইন, দেশের বাড়ি চাঁদপুর’।

কথাগুলো বলছিলেন প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট আব্দুল হালিম নিহন। তিনি বলেন, ‘এর আগেও বহু অসহায় মানুষকে সহযোগিতা করেছি। এই তো কদিন আগেই আরেকজন বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করিয়ে দিলাম। তার অবস্থা আরও ভয়াবহ ছিল। একজন বাংলাদেশি আরেকজন দেশিকে সাহায্য করবে এটাই স্বাভাবিক’।

এ সাংবাদিক বলেন, এরপর আশপাশে খোঁজ নিতে শুরু করলাম। জানা গেল সে ২ মাস ধরে অসুস্থতায় ভুগছেন তিনি। প্রথম প্রথম স্থানীয় একটি মেডিকেলের চিকিৎসা নিলেও উন্নতি হয়নি। কিছুদিন ধরে প্যারালাইসিস হয়ে যান তিনি । মহামারি করোনাভাইরাসের প্রভাবে আর চিকিৎসা নিতে পারেনি। তার বড় ভাইসহ কয়েকটি হাসপাতালে গেলেও কেউ তাকে রাখেনি। কারণ আবুল হোসাইনের শরীরের তাপমাত্রা খুব বেশি ছিল তখন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে