কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় ইতালিতে আরও এক বাংলাদেশির মৃত্যু

সমকাল প্রকাশিত: ১৭ মে ২০২০, ১৯:৩১

করোনাভাইরাসে (কোভিড-১৯) ইতালিতে মিয়া কাশেম (৫৫) নামে আরও এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণ গেল ১০ বাংলাদেশির।

জানা গেছে, ইতালির রাভেন্না শহরের স্থানীয় একটি হাসপাতালে গত ১৩ মে তিনি মারা গেছেন। তার রুমমেট আরমান সমকালকে জানান, কাশেম দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। গত ফেব্রুয়ারি থেকে তিনি স্থানীয় হাসপাতালে কেমোথেরাপি নিচ্ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। অনেকটা সুস্থ হয়ে দুই সপ্তাহ আগে সবশেষ থেরাপি নিয়ে বাসায় ফেরার কথা ছিল তার।

এর মধ্যে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার হাসপাতাল থেকে বাসায় পরিচিতজনদের জানানো হয়, তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।তিনি আরও জানান, কাশেমের গ্রামের বাড়ি ফেনীর কসবা উপজেলায়। রাভেন্না শহরে দীর্ঘদিন তিনি ভাসমান ব্যবসা করতেন। দেশের বাড়িতে তার স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে