কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চাষিদের পণ্য বেচাকেনায় শিগগিরই ‘এক শপ’ অ্যাপস চালু

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৬ মে ২০২০, ১৫:৪২

চাষিদের পণ্য বেচাকেনার জন্য আগামী ৩-৪ দিনের মধ্যে ‘এক শপ’ নামের একটি অ্যাপস চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।  শনিবার অনলাইনে (জুম প্ল্যাটফর্মে) এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আইসিটি প্রতিমন্ত্রী বলেন, আগামী ৩-৪ দিনের মধ্যে প্রযুক্তি নির্ভর ‘এক শপ’ অ্যাপস চালু করা হবে। যার মাধ্যমে সারাদেশের চাষিরা পণ্য বেচাকেনা করতে পারবেন।  এর মাধ্যমে চাষিদের পণ্য এনে মেগাশপের পাশাপাশি ডোর টু ডোর গ্রাহকের কাছে পৌঁছে দেয়া যাবে বলেও জানান জুনাইদ আহমেদ পলক।  মতবিনিময় সভায় সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, ট্রাকসহ অন্যান্য পরিবহনের যাতায়াত নির্বিঘ্ন করার উদ্যোগ নিতে হবে। ট্রাকের জ্বালানির ক্ষেত্রে ভর্তুকি দেয়া যেতে পারে, যাতে ট্রাকের ভাড়া কম হয়।  তিনি আরো বলেন, পুলিশ ব্যারাক, সেনাবাহিনীর ব্যারাক, হাসপাতাল, জেলখানাসহ বিভিন্ন সরকারি অফিসে কৃষকের কাছ থেকে আম কিনে সরবরাহ করা গেলে আমের বাজারজাতকরণে কোনো সমস্যা হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও