কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্ববাজারে আমাদের কৃষিপণ্য যুক্ত করার সময় এসেছে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৫ মে ২০২০, ২১:১৫

কৃষির বিবর্তন ঘটেছে বহু আগেই। বাংলাদেশের পণ্য যাচ্ছে বাইরেও। করোনার মহামারিময় এই পরিস্থিতিতে এই বিবর্তন যেন আরও দ্রুত ঘটছে। এমন অবস্থায় আমাদের আরও সচেতন হওয়ার প্রয়োজন ছিল। গার্মেন্ট শিল্প যদি বিশ্ববাজার হারায় সেখানে কৃষি হতে পারে বিকল্প ব্যবস্থা। রফতানি আয় জোরদারে আমাদের কৃষিজাত পণ্য বিশ্ববাজারে যুক্ত করার সময় এসেছে। এই সাধারণ উপলব্দি কাজে লাগাতে না পারলে অন্য দেশ সে জায়গা দখল করে নেবে— বলছিলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বিশিষ্ট এই অর্থনীতিবিদ ও গণনীতি বিশ্লেষক গবেষণা প্রতিষ্ঠান সিপিডি'র ডিস্টিংগুইশ ফেলো ও প্রথম নির্বাহী পরিচালক। ২০০৭ সালে জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থা এবং ইউএন কার্যালয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। করোনাকালীন পরিস্থিতিতে কৃষির চ্যালেঞ্জ ও করণীয় প্রসঙ্গে জাগো নিউজের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ড. দেবপ্রিয়। বলেন, গত দুই বছর ধরে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। করোনা পরিস্থিতি কৃষকের দুর্বল অবস্থানের ওপর আরেকটি বড় আঘাত। প্রথমত, এমন পরিস্থিতিতে কৃষি উপকরণ পেতে কৃষককে বেগ পেতে হচ্ছে। দ্বিতীয়ত, কৃষি শ্রমিকের অভাব। বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা এবার তেমন শ্রমবিক্রি করতে পারল না। আমাদের কৃষির জন্য আরও একটি সমস্যা হচ্ছে, সরকারের পক্ষ থেকে ফসল সংগ্রহ নিয়ে নানা অনিয়ম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও