কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিলেটের হাসান ও হকার্স মার্কেট বন্ধ ঘোষণা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৫ মে ২০২০, ১০:৪৫

খোলার দুদিনের মাথায় ফের সিলেট নগরের ঐতিহ্যবাহী হাসান মার্কেট ও হকার্স মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) নগর ভবনে এই দুই মার্কেটের ব্যবসায়ী নেতাদের নিয়ে সভা করেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। সভায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় স্বাস্থ্য ঝুঁকির কথা স্মরণ করিয়ে দিয়ে মেয়র বলেন, জীবন বাঁচানোর জন্য মার্কেট দুটি বন্ধ রাখা উচিত। মেয়রের এ আহ্বানে সাড়া দিয়ে ব্যবসায়ীরা মার্কেট বন্ধের ঘোষণা দেন। সভার সিদ্ধান্তের কথা নিশ্চিত করে হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি রইছ আলী বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (১৫ মে) থেকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হাসান মার্কেট ও হকার্স মার্কেট। গত ১০ মে সিলেট চেম্বার ও নগরের ব্যবসায়ী নেতারা সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক করে ঈদের আগে দোকানপাট, শপিং মল, বিপণিবিতান বন্ধ রাখার ঘোষণা দেন। এই সিদ্ধান্ত দিলেও হাসান মার্কেট ও হকার্স মার্কেটের ব্যবসায়ীরা তা না মেনে মঙ্গলবার (১২ মে) দোকানপাট খোলেন। এর ফলে বুধবার (১৩ মে) নগরের বন্দরবাজারে ওইদিন মানুষের জটলা লেগে যায় এবং নগরে যানজটের সৃষ্টি হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও