কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনার চ্যালেঞ্জ মোকাবিলায় জোট করতে চায় কানাডা

প্রথম আলো প্রকাশিত: ১৪ মে ২০২০, ২০:৫১

করোনাভাইরাস–পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় একটি জোট গঠনের প্রস্তাব দিয়েছে কানাডা। প্রস্তাবিত ওই জোট বিশ্বব্যাপী করোনার চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে বলে মনে করে কানাডা। গতকাল বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে আলাপের সময় কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঁকোয়া ফিলিপ শম্পেইন এ প্রস্তাব দেন। কানাডার পররাষ্ট্রমন্ত্রী যেকোনো সংকটে তাঁর দেশের বাংলাদেশের পাশে থাকার আশ্বাসও প্রকাশ করেন। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন কানাডায় অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কানাডা সরকারের প্রতি অনুরোধ জানান। আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে খুনি নূর চৌধুরীকে দেশে ফেরত এনে বিচারের রায় কার্যকর করতে পারলে, তা হবে এ দেশের জনগণের জন্য বড় প্রাপ্তি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও