কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যে সিনেমায় নারীরা নিজেকে খুঁজে পান

প্রথম আলো প্রকাশিত: ১৪ মে ২০২০, ১৪:২৪

সমাজে নারীর যেমন ‘টিপিক্যাল’ একটা ‘ইমেজ’ আছে, চলচ্চিত্রেও তাই। তবে এর বাইরে কিছু সিনেমায় নারীকে ভিন্নভাবে উপস্থাপন করতে দেখা যায়; যা দর্শক হিসেবে নারীর মধ্যে প্রশ্ন তৈরি করতে পারে, নিজেকে নিয়ে ভাবনার খোরাক জোগাতে পারে। কলকাতার পরিচালকদের তৈরি এমন তিনটি সিনেমা নিয়েই আজকের লেখা। ‘তুমি কিছুই পারো না, তোমাকে দিয়ে হবে না, তোমার বোনকে/ভাইকে/বন্ধুকে দেখো, ও কত ভালো পারে, তুমি জীবনে কী করবে, বিয়ে করে পরের ঘরেই তো যেতে হবে’—এমন ছোট ছোট অসংখ্য বাক্যবাণে একটু একটু করে আত্মবিশ্বাস হারিয়ে নিজের কাছে ক্ষুদ্রতর মানুষ হয়ে বেড়ে ওঠা নারী আমাদের সমাজে অসংখ্য। এমনই দ্বিধান্বিত, নিজের খোলসের মধ্যে আটকে যাওয়া, আত্মপ্রত্যয়হীন টুকুর গল্প নিয়ে নবাগত পরিচালক শিলাদিত্যের চলচ্চিত্র ‘সোয়েটার’। নির্গুণ টুকু একের পর এক পাত্রপক্ষের কাছে ‘রিজেক্টেড’ হতে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও