কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভেনিজুয়েলায় লকডাউনের মেয়াদ এক মাস বৃদ্ধি

সংবাদ প্রকাশিত: ১৩ মে ২০২০, ১৫:০৩

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশটিতে লকডাউনের মেয়াদ আরো এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন। সমাজতান্ত্রিক দেশটির প্রেসিডেন্ট এক টেলিভিশন ভাষণে বলেন, আমি জনগণের সুরক্ষায় আরো ৩০ দিনের জন্যে স্টেট অব অ্যালার্ট ডিক্রির মেয়াদ বাড়িয়ে দেব।’ গত ১৩ মার্চ থেকে এখানে লকডাউন চলছে। তিনি বলেন, সংকটে পতিত দক্ষিণ আমেরিকার দেশটিতে করোনায় ১০ জনের মৃত্যু এবং ৪২৩ আক্রান্ত হয়েছে। তবে, মাদুরোর এ সংখ্যাকে চ্যালেঞ্জ করেছেন বিরোধী নেতা জুয়ান গোয়াইদো, তিনি বলেন, ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক বেশি। কয়েক বছর ধরে ভেঙ্গে পরা অর্থনীতির দেশটিতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি। দেশটিতে জরুরি চিকিৎসা ও খাদ্য সামগ্রী কেনাকাটা ছাড়া অন্য কোনো কারণে জনগণের ঘর থেকে বের হওয়ার অনুমোদন না থাকলেও নিষেধাজ্ঞা অমান্যের প্রবণতা বাড়ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও