কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে মূলধনের অংশ দিলেন ক্ষুদ্র ব্যবসায়ী

সমকাল প্রকাশিত: ১৩ মে ২০২০, ১৪:২১

ছোট্ট মুদি দোকানের উপার্জিত আয় দিয়ে চলে সংসার। অভাবে জীবন চললেও করোনা দুর্যোগে সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৪০ হাজার টাকা জমা দিয়েছেন এক ক্ষুদ্র ব্যবসায়ী। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ওই টাকা হস্তান্তর করা হয়। ওই ব্যবসায়ীর বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে।উপজেলার সদর ইউনিয়নের সঞ্চাপুর গ্রামে বাড়ি পরিতোষ চন্দ্র সরকারের (৬৩)। পৌরসভার চরহোসেনপুর এলাকার বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের পাশে ছোট্ট একটি মুদি দোকানের আয় দিয়ে চলে পরিতোষের সংসার। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে সংসারে। তার দোকানে প্রায় ৬০ হাজার টাকার মালামাল রয়েছে। ব্যবসা পরিচালনার জন্য আরো ছিলো ৪০ হাজার টাকা।করোনার বিস্তার রোধে সরকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে নিষেধাজ্ঞা জারি করলে বন্ধ হয়ে যায় আয়। নিজের ঘরে বসে প্রধানমন্ত্রীর ব্যক্তব্য শুনে নিজের টাকা দান করার জন্য অনুপ্রাণিত হন। মানুষের জন্য দান করার আহ্বান থেকে ক্ষুদ্র ব্যবসায়ী নিজের মূলধনের ৪০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দিবেন স্ত্রী সন্তান জানতে পারলে বাধা হয়ে দাঁড়াতে পারেন। তাই কাউকে না জানিয়ে বুধবার উপজেলা নির্বাহী অফিসারের রুমে গিয়ে হাজির হন। নিজের মূলধন থেকে ৪০ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও