কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সেবা দিতে গিয়ে গর্ভবতী নার্স করোনায় আক্রান্ত

বার্তা২৪ প্রকাশিত: ১৩ মে ২০২০, ১৩:১৭

রংপুরের পীরগাছায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সেবা দিতে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী এক নার্স নিজেই আক্রান্ত হয়েছেন। বুধবার (১৩ মে) ওই নার্সের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সানোয়ার হোসেন।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ওই নার্স তিন মাসের গর্ভবতী। বুধবার রাতেই তাকে রংপুরে কোভিড ১৯ ডেডিকেটেড হাসপাতালে পাঠানো হয়েছে।


স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত নার্সের বয়স (৩০)। করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়ার আগের রাতেও ওই নার্স স্বাস্থ্য কমপ্লেক্সে রাত্রিকালীন দায়িত্ব পালন করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নাহিদ জামান বলেন, ওই নার্সের সঙ্গে চিকিৎসকসহ অনেকে প্রটেকশন ছাড়াই দায়িত্ব পালন করেছেন।

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু আল হাজ্জাজ বলেন, ব্যাংক এশিয়ার এক ক্যাশিয়ারের চিকিৎসা দিতে গিয়ে নার্স করোনা আক্রান্ত হন। তবে উপসর্গ না থাকায় নার্স দায়িত্ব পালন করে গেছেন। অন্যান্যদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও