কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভ্যান চালিয়ে উপার্জিত টাকাই ত্রাণ তহবিলে দিলেন সিদ্দিকুর

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১২ মে ২০২০, ২১:৩৪

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নিবার্হী (ইউএনও) কর্মকর্তা মাধবী রায়ের একটি স্ট্যাটাস আলোড়ন সৃষ্টি করেছে ফেসবুকে।  মঙ্গলবার (১২ মে) বিকেলে বাকেরগঞ্জ ইউএনওর অফিসিয়াল ফেসবুক পেজে মাধবী রায় লেখেন, আজ অফিসে বসে ছিলাম, হঠাৎ সিদ্দিকুর রহমান নামে একজন এসে জানালেন উপজেলা প্রশাসনের করোনা তহবিলে অর্থিক অনুদান দেবেন। আমি তাকে জিজ্ঞেস করলাম কী করেন? তিনি উত্তরে বললেন- ভ্যানচালক। আমি সত্যি অবাক হলাম। পরে উপজেলা প্রশাসনের হাতে করোনা পরিস্থিতিতে ভুক্তভোগী অসহায়দের জন্য নগদ ৩ হাজার টাকা তুলে দেন সিদ্দিকুর রহমান। ধন্যবাদ ও কৃতজ্ঞতা সিদ্দিকুর রহমান। আপনার এই কাজ অনেককেই অনুপ্রাণিত করবে। এই স্ট্যাটাস দেওয়ার সঙ্গে সঙ্গেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্ট্যাটাসের নিচে জমতে থাকে অনেক অনেক মন্তব্য। সে সব ম্নতব্যে সবাই স্যালুট জানিয়েছেন সিদ্দিকুর রহমানকে। মানুষের পাশে দাঁড়াতে হলে ধন-সম্পত্তি থাকলেই হয় না, উদার একটা মন লাগে, এমনই অভিমত জানিয়েছেন অনেকে।  সিদ্দিকুর রহমানের অনুদানের ব্যাপারটি নিশ্চিত করে ইউএনও মাধবী রায় জানান, কিছু কিছু কাজ বা অনুদান অন্যদের অনুপ্রেরণা যোগায়। করোনার ত্রাণ তহবিলে ভ্যান চালিয়ে কষ্ট করে উপার্জিত টাকা অনুদান দিয়ে এমনই একটি কাজ করেছেন সিদ্দিকুর রহমান। টাকা বড় কথা নয়, তার অন্যকে দেওয়ার, অন্যের পাশে দাঁড়াবার মানসিকতাকেই বড় হিসেবে দেখছি। সিদ্দিককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এই করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের অনুরোধ জানাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও