কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোভিড–১৯: নতুন উপসর্গের কথা বলছেন চিকিৎসকেরা

প্রথম আলো প্রকাশিত: ১১ মে ২০২০, ১৯:৩৬

তীব্র জ্বর, শুকনা কাশি, শ্বাসকষ্ট ইত্যাদির কথাই এত দিন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির মধ্যে দেখা দেওয়া উপসর্গ হিসেবে বলা হচ্ছিল। এ–ও বলা হচ্ছিল যে সবার মধ্যেই যে উপসর্গ দেখা দেবে এমনও নয়। শুরু থেকেই উপসর্গের প্রকাশ হওয়া না হওয়া নিয়ে নতুন এ করোনাভাইরাস মানুষকে বেশ তটস্থ রেখেছে। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন উপসর্গ। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের হার্টফোর্ডের বাসিন্দা ডেবোরাহ কাফলিন। তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যদিও শুরুর দিনগুলোতে বা শনাক্ত হওয়ার আগপর্যন্ত তিনি একবারের জন্যও শ্বাসকষ্ট বোধ করেননি। তাঁর শরীরে তাপমাত্রা কখনোই ১০০ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়নি। কিন্তু তিনি ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন। ঘন ঘন বমি হচ্ছিল তাঁর। শারীরিক এই সমস্যা নিয়েই তিনি ১ মে হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষার পর তাঁর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। ডেবোরাহ কাফলিনের মেয়ে ক্যাথেরিনা কোলম্যান ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘আপনার মনে হতে পারে যে এটি অন্য কোনো অণুজীবের কাজ। তিনি দিব্যি হাসছিলেন, কথা বলছিলেন, হেঁটে বেড়াচ্ছিলেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও