কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নারী মুসলিম নোবেলজয়ী তাওয়াক্কুলকে ফেসুবক নজরদারি কমিটিতে নেয়ায় বিতর্ক

কালের কণ্ঠ প্রকাশিত: ১১ মে ২০২০, ১৪:০১

ফেসবুক কনটেন্ট নজরদারি কমিটির অন্যতম সদস্য তাওয়াক্কুল কারমান মুসলিম ব্রাদারহুডের লোক!  মিডিল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউট (এমইএমআরআই) ও আরো কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ইয়েমেনের নোবেল জয়ী এ নারীর সঙ্গে ব্রাদারহুডের সম্পর্ক রয়েছে এবং তিনি ব্রাদারহুডের প্রতি সমর্থনও ব্যক্ত করেছেন।  গত বুধবার ২০ সদস্যের এ কমিটির নাম ঘোষণা করে ফেসবুক। সামাজিক মাধ্যমটি কোন ধরনের কনটেন্ট সরিয়ে ফেলবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে এ কমিটি। ভুয়া খবর বা আপত্তিকর লেখা, ছবি, ভিডিও যাতে না ছড়ায় সে ব্যাপারে বেশ কয়েক বছর ধরেই সতর্ক ফেসবুক। ২০১৮ সালেই ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এই ধরনের একটি প্যানেল গঠনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। বুধবার তা বাস্তবায়িত হয়েছে। ইয়েমেনের নোবেলজয়ী ও মানবধিকার কর্মী তাওয়াক্কুল কারমান। আরব অভ্যুত্থানে ভূমিকা রাখায় তিনি পুরস্কৃত হয়েছেন। ফেসবুকের একজন বোর্ড সদস্য হিসেবে তিনি কিছু ক্ষমতা পাবেন কোন ধরনের কনটেন্ট যাবে তা নির্ধারণের ক্ষেত্রে। কিন্তু এখন তাকে নিয়েই বিতর্ক উঠেছে। তার সঙ্গে মুসলিম ব্রাদারহুডের লিংক বা সম্পর্ক পাওয়া যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও