কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনাভাইরাস শিক্ষাব্যবস্থাকে ভয়ংকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে

কালের কণ্ঠ প্রকাশিত: ১১ মে ২০২০, ১৪:১৬

এপ্রিল জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বন্ধ ঘোষণা করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিস্থিতি বুঝে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখা হতে পারে। তিনি বলেন, অন্তত সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ সবই বন্ধ থাকবে, যদি করোনাভাইরাস তখনো অব্যাহত থাকে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। এরই মধ্যে স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। মাধ্যমিক বিদ্যালয়ের সিটি পরীক্ষা এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের কাজ আরো পেছাতে হবে, তার সঙ্গে পেছাতে হবে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য জেএসসি, প্রাথমিক সমাপনী, ২০২১ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এসএসসি ও আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার কী হবে? কার কাছে এর জবাব আছে? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষাবোর্ডগুলো এখনো কোনো সিদ্ধান্ত দিতে পারছে না। পারার কথাও নয়। পাঠদান ও অভ্যন্তরীণ মূল্যায়নই যদি বন্ধ থাকে তাহলে পাবলিক পরীক্ষা পরিচালনা করা কি সম্ভব? একাদশের বার্ষিক পরীক্ষা, যার মাধ্যমে শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণিতে যাবে, সেটাও পিছিয়ে যাবে। যদি সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়, তা হলে প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় পরীক্ষাও নেওয়া যাবে

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও