কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় নতুন খেল দেখাল ইতালির চাল

প্রথম আলো প্রকাশিত: ১১ মে ২০২০, ১৩:৩৩

করোনা পরিস্থিতিতে নতুন নতুন কত কিছুই না দেখছে দুনিয়ার মানুষ। এবার খেল দেখাল ইতালির চাল। ইতালি ইউরোপে সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী দেশ হলেও সে দেশে পাস্তাই বেশি জনপ্রিয়। তবে করোনা মহামারির এই সময়ে দেশটিতে ভাত খাওয়ার পরিমাণ এতটাই বেড়েছে যে তা পাস্তাকে ছাড়িয়ে গেছে। শুধু তাই নয়, এ চাল নিতে ইতালির সঙ্গে চুক্তি করেছে চীন।  ইতালির চালের বৈদেশিক চাহিদাও বেড়েছে। যা করোনা মহামারির মতো এই দুর্যোগেও কিছুটা নতুন স্বপ্ন দেখাচ্ছে কৃষকদের। এএফপির খবরে জানানো হয়, ইতালির চালের কেবল অভ্যন্তরীণ চাহিদাই বাড়েনি, চীন সাগ্রহে এই চাল নিতে চুক্তি স্বাক্ষর করেছে। গত এপ্রিলে এ চুক্তিটি হয়। ইতালির রিসোটো ডিশের প্রতি আগ্রহ আছে চীনাদের। ইতালির পাভিয়া প্রদেশের প্রেসিডেন্ট স্টেফানো গ্রেপি বলেন, 'চীনের চাষাবাদ করা ধানের চেয়ে আমাদের ধানের মান ভালো।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও