কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাজেট ও করোনা নিয়ে সিপিডির যত প্রস্তাব

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৯ মে ২০২০, ১৭:০৩

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মার্কেট ও শপিং মল খুলে দেওয়ার বিষয়ে সরকারকে আরও সুচিন্তিত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। একইসঙ্গে আসন্ন ২০২০-২১ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এ ছাড়া বাজেটে স্বাস্থ্যসহ চার খাতকে গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়েছে।

শনিবার (৯ মে) ‘কোভিড-১৯-বর্তমান প্রেক্ষাপট ও বাজেট ২০২০-২১’ শীর্ষক এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে এসব পরামর্শ দেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
তিনি বলেন, ‘সিপিডি মনে করে জীবন ও জীবিকা দুটোই প্রয়োজনীয়, তবে জীবিকার তুলনায় জীবনের মূল্য বেশি। তাই জীবন বাঁচাতে হবে আগে। জীবন না থাকলে জীবিকা দিয়ে কী হবে? সিপিডির আসন্ন অনলাইন জরিপে বর্তমান প্রেক্ষাপটে শপিং মল না খোলার পক্ষে ৯৩ শতাংশ এবং ৯৬ শতাংশ শপিং মলে না যাওয়ার পক্ষে ভোট দিয়েছেন।সিপিডি মনে করে, শপিং মল, পরিবহন, কাঁচাবাজার—এসব জায়গাগুলোতে মানুষের সমাগম বেশি হয়। যেখানে মানুষের সমাগম বেশি হয়, সেখানে এটার (করোনাভাইরাস) বিস্তারও বেশি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও