কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অনলাইনে শিক্ষা দিতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়

প্রথম আলো প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২০, ২২:১৯

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে সব ধরনের শিক্ষা কার্যক্রম চালু করতে পারবে। এখন কী প্রক্রিয়ায় এই কাজটি হবে সে বিষয়ে শিগগির একটি নির্দেশনা জারি করবে বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন (ইউজিসি)। এ ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো করোনাভাইরাসের প্রাদুর্ভাব শেষে একাডেমিক কাউন্সিলেরের মাধ্যমে ছুটি কমানো, সাপ্তাহিক ছুটিতে ক্লাস নেওয়াসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে সেশনজট নিরসনের ব্যবস্থা নেবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে আজ বৃহস্পতিবার ইউজিসি, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যািলয় কর্তৃপক্ষের এক যৌথ সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় অংশ নেওয়া তিনজন প্রথম আলোকে এসব তথ্য জানান। এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে পরীক্ষা নেওয়া, মূল্যায়ন ও শিক্ষার্থী ভর্তির কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখতে নিদেশ দিয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও