কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশে কলকারখানা খোলার ক্ষেত্রে গাইডলাইন কী?

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০, ১২:১৭

টানা একমাস বন্ধ থাকার পর রবিবার থেকে বাংলাদেশে তৈরি পোশাকসহ বেশ কিছু কলকারখানা চালু করা শুরু হয়েছে।

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়ার অনেক তৈরি পোশাক, ডায়িং কারখানা খোলা হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ।

চট্টগ্রামেও অনেক কারখানা খোলা হয়েছে বলে জানা গেছে।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, এসব এলাকা মিলিয়ে এক হাজারের বেশি কারখানা খোলা হয়েছে।

কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এসব কারখানা খোলার ক্ষেত্রে কি কোন গাইডলাইন রয়েছে?

কতটা মানা হচ্ছে সেসব বিধিবিধান?

বাংলাদেশের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক শিবনাথ রায় বিবিসি বাংলাকে বলছেন, "আইএলও, স্বাস্থ্য অধিদপ্তর যেসব গাইডলাইন দিয়েছে, তার সঙ্গে বাংলাদেশের শ্রম আইন মিলিয়ে আলাপ আলোচনা করে আমরা একটি গাইডলাইনের খসড়া তৈরি করেছি।" "সেটা এখন অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদন পাওয়া গেলে সেটাই কারখানা খোলার গাইডলাইন হিসাবে দেয়া হবে।"

তিনি বলছেন, তৈরি পোশাক কারখানা খোলার ক্ষেত্রে বিজিএমইএ, বিকেএমইএ একটি গাইডলাইন দিয়েছে।

সেটাকেই তারা এসব কারখানার জন্য যথাযথ বলে ধরে নিয়েছেন।

তবে তারা যে গাইডলাইনটি তৈরি করবেন, সেটি সব ধরণের কলকারখানার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

সরকারি এই গাইডলাইনে আন্তর্জাতিক শ্রম সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ প্রাধান্য পাচ্ছে বলে তিনি জানান।

গাইডলাইন প্রস্তুতে এতো দেরির কারণ হিসাবে তিনি বলছেন, "তৈরি পোশাক কারখানাগুলো তো আগে খুলেছে। সেটার জন্য তারা একটি গাইডলাইন আগেই দিয়েছে। অন্যান্য কারখানা তো এখনো পুরোপুরি খোলা শুরু হয়নি। তার আগেই আমাদের গাইডলাইন তৈরি হয়ে যাবে।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও