কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্ত্রীর অনুপ্রেরণা লিটনের শক্তি

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০, ২২:৫৪

আমাদের সময় : কেমন আছেন? কোথায় এখন?

লিটন দাস : ভালো। ঢাকা, ধানমন্ডি। আমার শ্বশুড়বাড়িতে অবস্থান করছি।

আমাদের সময় : ছুটির এই সময়টা ফিটনেস ঠিক রাখতে বাসায় কী ধরনের কাজ করছেন?

লিটন দাস : বিসিবি থেকে একটা গাইডলাইন পাঠিয়েছে। সেটা অনুসরণ করছি। ফ্রিহ্যান্ড এক্সারসাইজ ইত্যাদি।

আমাদের সময় : ফিটনেস নিয়ে আপনি কতটা সচেতন?

লিটন দাস : আপনি হয়তো স্কিল দিয়ে ১০ রান করবেন ম্যাচে বাট আপনার ফিটনেস ভালো থাকলে রানটা ১৪-১৫ তে চলে যাবে। কারণ আপনি দৌড়িয়ে ১-২ রান বেশি করে ফেলবেন। প্রতিটা প্লেয়ারকেই অনেক ফিট থাকা উচিত; যদি কেউ ১০০, ১৫০, ২০০ মারতে চায়। বিরাট কোহলিকে দেখেন। হাতে ফেলায় দুই নিয়ে নেয়। এটা কিন্তু প্রতিপক্ষ দল, ফিল্ডারদের জন্য প্রেশার। আমার কাছে মনে হয় এনার্জি লেভেল অনেক হাই থাকলে বাজে শট খেলার প্রবণতা অনেক কমে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও