কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা মোকাবেলায় ইসরায়েলের দেখানো পথে হাঁটছে এশীয় দেশগুলো!

কালের কণ্ঠ প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২০, ১৬:৪২

মারাত্মক ছোঁয়াচে করোনাভাইরাস আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব। লকডাউন চলছে দেশে দেশে। নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এতকিছুর পরেও কিছুতেই এই মারণ ভাইরাসের বিস্তার ঠেকানো যাচ্ছে না। তবে প্রযুক্তির ব্যবহার করে অনেকটাই সংক্রমণের গতি রুখে দিতে পেরেছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। এবার তাদের দেখানো পথেই হাঁটছে এশিয়ার দেশগুলো। এরই মধ্যে ভাইরাসটির ছড়িয়ে পড়া রুখতে বেশ কয়েকটি এশীয় দেশ বৈদ্যুতিক নজরদারি ব্যবস্থা তৈরি করেছে। চীনের মূল ভূখণ্ডের সাথে বাণিজ্যিক কারণে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এই দেশগুলি এখন যতটা সম্ভব অভ্যন্তরীণ পদ্ধতিতে ভাইরাসটি ঠেকানোর পরিকল্পনা নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক জরুরি অবস্থা ঘোষণার পর সিঙ্গাপুরে প্রথম করোনা রোগী সনাক্ত হয়। চীনের বাইরে এশিয়ার দেশগুলোতে সেটিই ছিল প্রথম সংক্রমণের ঘটনা। ১২ এপ্রিল দেশটিতে করোনা সংক্রমণের দুইমাস অতিবাহিত হলেও মৃত্যুর সংখ্যা মাত্র ৮ জন। আক্রান্ত হয়েছে ২ হাজার ২৯৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬০ জন। এটা দেশটির জন্য বড় সফলতা। প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ার পর থেকেই সিঙ্গাপুর এটার বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপ নিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও