কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘বাঁচার ক্ষেত্রে শারীরিক দূরত্বই হচ্ছে প্রধান ওষুধ’

প্রথম আলো প্রকাশিত: ১২ এপ্রিল ২০২০, ০৯:০০

এখন আমরা রোগের সঙ্গে যুদ্ধ করছি। ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছি। পৃথিবীর নানা প্রান্তে সবাই নিজেদের যেভাবে রক্ষা করছে, আমাদেরও সে পথেই হাঁটতে হবে। আমাদের সবার মধ্যে জনসচেতনতা আরও অনেক বাড়াতে হবে। পত্রপত্রিকা, টেলিভিশন, রেডিও, সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি এলাকায় এলাকায় মাইকিং করাটাও উপকারে আসবে। আমরা সামাজিক দূরত্বের কথা বলছি, এটা তো আসলে শারীরিক দূরত্ব। করোনা ভাইরাস থেকে বাঁচার ক্ষেত্রে এই শারীরিক দূরত্বই হচ্ছে প্রধান ওষুধ। আমাদের কারোরই এখন আর অক্ষমতা, ভুলভ্রান্তি, দোষত্রুটি ধরার সময় নাই। এরই মধ্যে আমাদের যা হওয়ার হয়েছে, এটাকে প্রতিরোধ করতে এখন সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। করোনাভাইরাস এমন একটি অদৃশ্য শত্রু, যার কারণে একটি পরিবার, একটি কমিউনিটি, একটি এলাকা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রতিবেশী এবং সর্বোপরি দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজন করোনা-আক্রান্ত ব্যক্তি যদি নিয়ম অমান্য করেন, তাহলে যাঁরা ১৪ দিন করে ঘরে থাকছি, তাঁদের পরিশ্রম বৃথা যাবে। এই একজনের জন্য আরও ১৪ দিন ঘরে আটকে থাকতে হবে। নিয়ম অমান্য করার কারণে ১৪ দিনের সময়টা দীর্ঘায়িত হবেই। ১৪ দিনের ঘরে থাকায় যত না কষ্ট হবে, তখন তার চেয়ে বড় ভোগান্তিতে আমাদের পড়তে হবে। আলটিমেটাম পরের অধ্যায়গুলো আরও ভয়ংকর। আমাদের অর্থনৈতিক সংকটটা সবচেয়ে বড় আকার ধারণ করবে। এই অথর্নৈতিক সংকট বিভিন্ন সেক্টরে হবে। আমাদের দেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মধ্যবিত্ত শ্রেণি। ওরা কাউকে কিছু বলতেও পারে না, সইতেও পারে না। আমাদের সেক্টর নিয়ে তো ভাবতেই পারছি না। একটা বছর কী যে হবে। এই এক বছর সারভাইভ করা কতটা ডিফিকাল্ট হবে...। এখন বিশ্বায়নের যুগ। সারা পৃথিবীতে কিছু হলে, আমরা যেহেতু সেই পরিবারের অন্তর্ভুক্ত, তার আঁচ আমাদের গায়েও লাগবে। ওটাই হবে দীর্ঘ যুদ্ধ। ওটাতে টিকে থাকাটা ভয়াবহ ব্যাপার হয়ে দাঁড়াবে। যেকোনো রাষ্ট্র বা প্রতিষ্ঠান কোনো ব্যক্তিকে দিনের পর দিন সাহায্য সহযোগিতা করে বাঁচাতে পারে না। করোনার কারণে আমরা এমনও দেখব, যাঁর ক্ষমতা আছে কিন্তু যখন চাকরিচ্যুত হবেন, এতে করে হতাশা বাড়বে। হতাশার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন। এটা কিন্তু একটা বিরাট ক্ষতি। অনেক ছেলেমেয়ে ক্লাস করতে পারছে না। এক বছরের একটা ধাক্কার মধ্যে পড়ে যাবে। অভিভাবকেরা সন্তানদের পড়াশোনা নিয়ে টেনশনে পড়বেন। এই যে একটা বছর পিছিয়ে যাওয়া, এটা অনেক বড় ক্ষতি। আছে আরও অনেক ধরনের ক্রাইসিস। সব ক্রাইসিস হিসেব করলে, কোনোভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়ে কম না। যুদ্ধের সময় শত্রুপক্ষের বিমান হামলা করার আগে একটু হলেও খবর পাওয়া যায়, দেখা যায়। কিন্তু করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধটা অদৃশ্য। ভয়াবহ শক্তি, কিন্তু কেউ খালি চোখে দেখছি না। এটা থেকে সামলে নেওয়া সত্যিই বেশ কঠিন। তবে আমরা বীরের জাতি, যুদ্ধ জাতি। ঐতিহাসিকভাবে হয়তো আমরা ঝড়ঝাপটা, বন্যা, খরা, যুদ্ধ অনেক কিছুর মুখোমুখি হয়েছি। তার পরও বারবার যুদ্ধ করলে একটা সময় মানসিক শক্তি থাকে না। আর এটা তো এমন যুদ্ধ, প্রতিপক্ষকে দেখাই যায় না। আমি তো যুদ্ধ দেখেছি। কিন্তু ভাইরাসের বিরুদ্ধে এই যুদ্ধে যেভাবে মানসিকভাবে ভেঙে পড়তে দেখছি, তা বিপজ্জনক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও