কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কিছু মানুষ নিয়ম না মানায় করোনা ছড়িয়ে পড়ছে : হানিফ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১১ এপ্রিল ২০২০, ১৬:০১

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, যারা দেশের এই সংকটকালীন সময়, দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করতে পারে, তাদের মানুষ বলা যায় না। এরা মানুষরূপী জানোয়ার। শনিবার তিনি তার বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন। হানিফ বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ, ডাক্তার-নার্সসহ বিভিন্ন লোকজন চরম ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে কিছু লোকের বিরুদ্ধে এই সংকটকালে অসহায় মানুষদের জন্য সরকারি বরাদ্দের ত্রাণ আত্মসাতের অভিযোগ উঠছে। আমি অবাক হয়ে যাই! কারা এসব মানুষ? যারা দেশের এই সংকটকালীন সময়, দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করতে পারে, তাদের মানুষ বলা যায় না। এরা মানুষরূপী জানোয়ার। এদের প্রতি তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। জেলা প্রশাসককে অনুরোধ করে তিনি বলেন, আমি জেলা প্রশাসককে অনুরোধ করব। আপনাদের উপজেলা পর্যায়ে প্রশাসনকে নির্দেশনা দিন। সাধারণ মানুষের জন্য যে ত্রাণ বরাদ্দ করা হয়েছে সেই ত্রাণ যেন কোনো লোক আত্মসাৎ করতে না পারে। এ জন্য কঠোর নির্দেশনা দিন, আরও কঠোর হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও