কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘কারফিউ দিয়েও লাভ হচ্ছে না, মানুষকে ঘরে রাখতে লাঠি নিয়ে নামতে হবে’

পূর্ব পশ্চিম প্রকাশিত: ১১ এপ্রিল ২০২০, ১১:৫২

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জের পরিস্থিতি যতই খারাপ হউক না কেন, মানুষকে ঘরে ফেরানো যাচ্ছে না। লকডাউন ও কারফিউ দিয়েও লাভ হচ্ছে না। সংক্রমণ রুখতে মানুষকে ঘরে রাখতে হলে লাঠি নিয়ে নামতে হবে। শুক্রবার বিকেলে রাইফেল ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় তিনি একথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘কারফিউ দিলে তো সেনাবাহিনীই নামবে। সেনাবাহিনী তো মাঠে আছেই, র‌্যাব-পুলিশ-বিজিবিও মাঠে। তারা একদিক দিয়ে টহল দিয়ে যাচ্ছে, আরেক দিক দিয়ে মানুষ বের হচ্ছে। তাহলে এখন কী করা? আমার মতে, প্রতিটি পাড়া-মহল্লায় স্বেচ্ছাসেবকের হাতে লাঠি দিয়ে মানুষকে ঘরে ফেরাতে হবে। মানুষকে ঘরে ফেরাতে লাঠি হাতে লোক নামিয়েছিলেন জানিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমি নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজকে অনুরোধ করে বলছি আমি কিন্তু লোক নামিয়েছিলাম। ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের কয়েকটা এলাকায় লাঠি নিয়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে তারা। কিন্তু দুই একটা মিডিয়া লিখে দিল লাঠি হাতে যুবকরা মহিলাদের বাড়ির সামনে হইচই করছে। তাহলে কী দাঁড়ালো কাজ করতে গেলেও সমস্যা, না করলেও সমস্যা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও