কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাড়িতে থাকাকে বন্দিদশা হিসেবে নেবেন না

সমকাল প্রকাশিত: ১১ এপ্রিল ২০২০, ১০:০৪

অপর্ণা ঘোষ। মডেল ও অভিনেত্রী। করোনাভাইরাসের কারণে এখন শুটিং বন্ধ, ফলে বাসাতেই সময় কাটাচ্ছেন তিনি। এ ছাড়া আরটিভিতে আজ রাতে প্রচার হবে তার অভিনীত নাটক 'তোলপাড়'। কথা হয় তার সঙ্গে- কেমন আছেন? বাসায় সময় কাটছে কী করে? এমন অবসর শেষ কবে পেয়েছি তা মনে নেই। দেশের বাইরে ছুটি কাটিয়ে এসেছি। কিন্তু ঢাকার বাড়িতে বসে এমন ছুটি অবিশ্বাস্য। এই অবসরের সময়টা বই পড়ার পাশাপাশি সিনেমা দেখে কাটাচ্ছি। ফাঁকে ফাঁকে আত্মীয়স্বজন-বন্ধুদের সঙ্গে ভিডিও কলে কথা বলছি। এভাবেই সারাদিন পার হয়ে যায়। কী কী সিনেমা দেখলেন? 'নেটফ্লিক্স', 'হৈচৈ', 'আমাজন প্রাইম' ছাড়াও বেশ কয়েকটি ভিডিও স্রিদ্বমিং প্ল্যাটফর্মে সিনেমা দেখছি। এরই মধ্যে 'মানি হেইস্ট'-এর সব সিজন দেখেছি। এ ছাড়া 'তাজমহল ১৯৮৯', 'ম্যারেজ স্টোরি', 'সিটি অব অ্যাঞ্জেলস', 'ট্যাক্সি ড্রাইভার' দেখেছি। আরও অনেক সিরিজ দেখার পরিকল্পনা রয়েছে। এই সিনেমা দেখেও পুরো সময় কাটে না। চলমান করোনা পরিস্থিতি নিয়ে আপনার ভক্তদের উদ্দেশ্যে কিছু বলুন? আমার ভক্ত ও দেশের সাধারণ মানুষদের বলতে চাই, আপনারা নিরাপদ থাকার চেষ্টা করুন। সবাই স্বাস্থ্যবিধি অক্ষরে অক্ষরে মেনে চলুন। বাড়িতে থাকাকে বন্দিদশা হিসেবে নেবেন না। এটাকে ধরে নিন একটা হলিডে ব্রেক। বাড়িতে থাকুন। পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকুন। একটা কথা মনে রাখবেন, সবকিছুই একদিন শেষ হয়। আমি মনে করি, এখন আমদের আত্মোপলব্ধির সময় এসেছে। সচেতন হতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও