কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাবার ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’ দেখে মুগ্ধ নুহাশ

বার্তা২৪ প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২০, ১০:৪৭

দেশের করোনা পরিস্থিতে ঘরবন্দি দর্শকদের জন্য ৬ এপ্রিল (সোমবার) থেকে হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ও ‌‘বহুব্রীহি’ শিরোনামের নব্বই দশকের নন্দিত ধারাবাহিক নাটক ধারাবাহিক নাটক প্রচার করছে রাষ্ট্রীয় টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন। সম্প্রতি ধারাবাহিক দুটি বিটিভিতে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন হুমায়ূন আহমেদের ছেলে তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। এক ফেসবুক স্ট্যাটাসে নুহাশ হুমায়ূন জানিয়েছেন, প্রথমবারের মতো দেখছি ‘কোথাও কেউ নেই’। এই অস্থির সময়েও নাটকটি দেখে মনে হচ্ছে, গল্প ও শিল্প একটা ব্যাপার বটে। বাবা ও তাঁর সৃষ্টি এখনো জীবন্ত, এখনো সেগুলো আমাদের স্বস্তি দিচ্ছে, অনুপ্রাণিত করছে। তোমার কথাই ভাবছি বাবা।

নুহাশ হুমায়ূন আরও জানিয়েছেন জানিয়েছেন, ‘বহুব্রীহি’ নাটকটি দেখছি আর ইতিমধ্যে এর প্রেমে পড়ে গিয়েছি। ‘পাবলিকের মুখ তো বন্ধ করে রাখতে পারবেন না, দুলাভাই’ সংলাপটি আজও প্রাসঙ্গিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও