কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনার ১০০ দিনে যেভাবে বদলে গেল দুনিয়া

প্রথম আলো প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২০, ২১:৪৬

২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত একটা অশান্ত দশক পেরিয়ে মানুষ যখন নতুন দশক উদযাপনে ব্যস্ত, তখনই এল বড় ধাক্কা। নতুন দশকের পরিবর্তিত রূপের ক্ষেত্রে ব্রেক্সিট, সিরিয়ার যুদ্ধ, শরণার্থী, সামাজিক যোগাযোগমাধ্যমের দ্রুত বিস্তার ও জাতীয়তাবাদের মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ হতে পারে বলে ধরা হচ্ছিল। কিন্তু সব ওলটপালট করে দিয়ে সামনে এসে গেল নতুন মহামারি। গত বছরের ৩১ ডিসেম্বর বেলা ১টা ৩৮মিনিটে চীন সরকারের ওয়েবসাইটে উহানে অজ্ঞাত নিউমোনিয়ার কারণে মানুষের সংক্রমিত হওয়ার ঘোষণা দেওয়া হলো।

এর পরপরই বদলে যেতে লাগল পুরো বিশ্ব। গত ১০০ দিনে যা ঘটে গেল তার কথা কেউ কি ভাবতে পেরেছিল? বিশ্বজুড়ে স্থবির হয়ে পড়া জীবন, ঘরবন্দী মানুষ, অর্থনৈতিক সীমিত কার্যক্রমের কথা কেউ ভাবেনি। গত ১০০ দিনের মধ্যেই বিশ্বজুড়ে ১০ লাখের বেশি সংক্রমণ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর হাসপাতালে ভর্তির মতো ঘটনা দেখেছে বিশ্ববাসী। গত ডিসেম্বরে নতুন বছর উদযাপনে আলোর রোশনাই, আতশবাজির অনুষ্ঠান আর মানুষে ঠাসা রাস্তাগুলো ১০০ দিনে এখন খাঁ খাঁ করছে। ‘দ্য গার্ডিয়ান’-এর এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে গত ১০০ দিনের সেই চিত্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও