কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২২ বছর ধরে কলকাতায় ছিলেন বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন মাজেদ

বণিক বার্তা প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২০, ১৯:০২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে (৭২) কারাগারে পাঠিয়েছে আদালত। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) এ এম জুলফিকার হায়াত তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।এদিন আদালতে আসামিদের জন্য তৈরি লোহার খাঁচায় ওঠালে পাবলিক প্রসিকিউটরের জিজ্ঞাসাবাদে আসামি আবদুল মাজেদ জানান, সবশেষ ২২ বছর তিনি ভারতের কলকাতায় পালিয়ে ছিলেন।এর আগে মঙ্গলবার বেলা ১২টার দিকে আবদুল মাজেদকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ঢাকা সিএমএম আদালতে হাজির করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।এদিন আদালতে আনার পর প্রথমে তাকে সিএমএম আদালতে হাজতখানার মধ্যে প্রিজনভ্যানেই রাখা হয়। এরপর তাকে বেলা পৌনে ১টার দিকে সিএমএম আদালত ভবনের তৃতীয় তলার মুখ্য মহানগর হাকিমের এজলাসে ওঠানো হয়।কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ পরিদর্শক মো. জহুরুল হক এ আসামিকে কারাগারে আটক রাখার আবেদনে উল্লেখ করেন, আব্দুল মাজেদ ভোলা জেলার বোরহান উদ্দিন থানার বাটোমারা গ্রামের মৃত আলী মিয়া চৌধুরীর ছেলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও