কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় মৃত্যুশূন্য চীন

ঢাকা টাইমস প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২০, ১৮:১৩

বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাস শুরু হয়েছিল চীন থেকে। দেশটিতে একসময় হাজারে হাজারে মানুষ আক্রান্ত হচ্ছিলেন এবং শত শত নিহত হচ্ছিলেন। তবে সেই চিত্র সম্পূর্ণ বদলে গেছে চীন। বিশ্বে যখন করোনার হানায় বিপর্যস্ত তখন চীন প্রথমবারের মতো মৃত্যুশূন্য দিন পার করেছে। বেশ কয়েকদিন আগে থেকেই চীনের মূল ভূখন্ডে নতুন করে আক্রান্ত হচ্ছিলেন না তবে যারা আগে থেকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তাদের মধ্য থেকে প্রতিনিয়ত কয়েকজন করে মারা যাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত মঙ্গলবার নতুন করে কেউ মারা যাননি। চীনে মঙ্গলবার নতুন করে ৩২ জনের করোনাভাইরাস ধরা পড়েছে। তবে তাদের সকলে বিদেশ থেকে চীনে প্রবেশ করেছেন। চীন জানিয়েছে, নতুন আক্রান্তরা সবাই বিদেশি। চীন সরকার বলছে, করোনাভাইরাসে তিন হাজার ৩৩১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৭৪০ জন। এখন পর্যন্ত ৭৭ হাজার ১৬৭ জন সুস্থ হয়েছেন এবং তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। চীনের অধিকাংশ এলাকার জীবনযাত্রায় স্বাভাবিক গতি ফিরে এসেছে। কাল বুধবার উহান থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞাও তুলে দেয়া হবে। এসব অঞ্চল থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা আগেই শিথিল করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও