কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নাসিক এলাকায় মৃত্যুর কারণ জেনে দাফন-সৎকারের নির্দেশনা

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২০, ১৫:০৪

দেশে চলমান করোনা পরিস্থিতির মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এলাকায় যে কারও মৃত্যু হলে তার দাফন বা সৎকারের আগে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ জানতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) নাসিকের প্রধান নির্বাহী (সিইও) আবুল আমিনের স্বাক্ষর করা এ সংক্রান্ত একটি চিঠি বিভিন্ন কবরস্থান, শ্মশানের তত্ত্বাবধায়ক ও নাসিক কাউন্সিলরদের কাছে পাঠানো হয়।  এতে জানানো হয়, করোনার সংক্রমণ রোধে নাসিক এলাকায় কারও মৃত্যু হলে তার দাফন কিংবা সৎকারের আগে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে জেনে নিতে হবে, ঠিক কী কারণে ওই ব্যক্তি মারা গেছেন। মৃত্যুর সঠিক কারণ জানার পরই দাফন ও সৎকারের নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে নাসিকের প্রধান নির্বাহী (সিইও) আবুল আমিন জানান, ইতোমধ্যে নাসিকের সব কবরস্থান ও শ্মশানে এ নির্দেশনা পাঠানো হয়েছে। পাশাপাশি কাউন্সিলরদেরও জানানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও