কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিলুপ্ত প্রায় সিডি, ভিসিডি ও ডিভিডি প্লেয়ার

বার্তা২৪ প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২০, ১৪:৩৯

সিডি, ভিসিডি ও ডিভিডি প্লেয়ার। শব্দগুলোই যেন হারিয়ে গেছে! তথ্য-প্রযুক্তির নিত্যনতুন উপহার একঘরে করে দিয়েছে এক সময়ের জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সিডি, ভিসিডি ও ডিভিডি প্লেয়ারকে।এসব যন্ত্রের ব্যবহার এখন একেবারেই শূন্যের কোঠায়। উপযোগিতা হারিয়ে যন্ত্রগুলো এখন প্রায় বিলুপ্তির পথে। অথচ দেড় যুগ আগেও ঘরে ঘরে ছিল এগুলোর ব্যাপক চাহিদা। শহর-গ্রাম সবখানেই ছিল ইলেকট্রনিক্স এসব যন্ত্রের দাপট।নব্বই দশকে বাংলাদেশে ভিসিডি, ডিভিডি ও এমপি থ্রি সিডি প্লেয়ারের প্রচলন শুরু হয়। শুরুর দিকে শহর কেন্দ্রিক প্রচলন হলেও পরবর্তীতে সহজলভ্য হওয়ায় ছড়িয়ে পড়ে গ্রামগঞ্জে। ভাড়ায় এক ঘর হতে আরেক ঘরে ঘুরত এসব যন্ত্র। তখন বাংলা সিনেমা, নাটকসহ গান দেখতে শুনতে বাসাবাড়ি থেকে হোটেল-রেস্টুরেন্ট, অফিস কক্ষ সবখানেই বিনোদন সহায়ক এসব যন্ত্রের ছিল অবাধ বিচরণ। এখন সেই প্রচলন নেই, তাই যন্ত্রগুলো হারিয়েছে সেই কদর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও