কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা নিয়ে খেলছেন পুতিন

প্রথম আলো প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২০, ০৮:০০

‘ঢেঁকি শুধু স্বর্গে নয়, নরকে গেলেও ধান ভানে’। করোনা মহামারির এই মহাসংকটকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেটাই প্রমাণ করছেন। করোনায় লাখ লাখ মানুষ আক্রান্ত। মৃত্যু হাজার হাজার। করোনা সামলাতে দিশেহারা সারা বিশ্ব। আর এই সময়েই পুতিন করোনা নিয়ে খেলছেন। গত জানুয়ারির মাঝামাঝি করোনাভাইরাসের উৎস নিয়ে যুক্তরাষ্ট্রকে টার্গেট করে অনলাইনে জোর গুজব ছড়ানো হয়। বলা হয়, চীনের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের অংশ হিসেবেই এই ভাইরাসের উৎপত্তি। বোঝাই যাচ্ছে—ইঙ্গিতটা যুক্তরাষ্ট্রের দিকে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট হাজারো ভুয়া অ্যাকাউন্ট থেকে গুজব ছড়ানো হচ্ছে যে, আমেরিকা এই ভাইরাস ছড়িয়েছে। রাশিয়ার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এই অভিযোগ নাকচ করা হয়। তবে আবার রুশ টেলিভিশনের টক শোতে এই ভাইরাস ও ভীতি ছড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তোলা হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেওয়ার মতো নয়। কারণ, প্রতিপক্ষকে ঘায়েলে রাশিয়া আগেও সাইবার অস্ত্র ব্যবহার করেছে। এই কৌশলে মস্কোর সাফল্যের একটা বড় উদাহরণ সবশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও