কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ় দম্পতি

এইসময় (ভারত) প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২০, ০৭:০২

শরীরে নাই বা থাক, মনের কোনায় বাসা বেঁধেছে করোনা। লকডাউনে ঘরবন্দি থেকেও কানের কাছে করোনা-করোনা। টিভির খবরে করোনা। ব্রেকে বিজ্ঞাপনেও করোনা। মোবাইলে ফোন করতে গেলে-- করোনা। বাজারে গেলে নাক-মুখ ঢাকা মাস্কে, হাতের গ্লাভসে-- করোনা। না স্বতি ঘরে, না বাইরে। সারাক্ষণ সংক্রমণের ভয়। হাঁচতে-কাশতে ভয়। জ্বর-জ্বালায় ভয়। এই কোয়ারানটিন। এই বুঝি আইসোলেশনে। মরলে আবার শ্মশানেও ঠাঁই হবে না। সর্বক্ষণ এই ভয়ের বাতাবরণে থেকে আত্মহত্যা করে ফেললেন এক প্রৌঢ় দম্পতি। মানসিক চাপ নিতে পারেননি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পঞ্জাবের অমৃতসরে।

ধরেই নিয়েছিলেন করোনায় আক্রান্ত। ফলে সস্ত্রীক আত্মহত্যার পথ বেছে নেন। শুক্রবার তাঁদের দেহ উদ্ধার হয়। চোখে পড়ে একটি সুইসাইড নোট। তাতে লেখা করোনায় আক্রান্ত হওয়ার কারণেই এই সিদ্ধান্ত। কিন্তু, পরীক্ষায় করোনার ক-ও মেলেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও