কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

র‌্যাব সদস্য করোনা আক্রান্ত, টেকনাফে ১৫ বাড়ি-দোকান লকডাউন

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২০, ০৬:৪০

শশুরবাড়ি টেকনাফ থেকে ঢাকায় ফিরে এক র‌্যাব সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।এ খবর জেনে ওই র‌্যাব সদস্যর সংস্পর্শে আসা কক্সবাজারের টেকনাফের ১৫টি বাড়ি ও দোকান লকডাউন করেছে প্রশাসন। শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ পুরাতন পল্লান পাড়ায় এসব বাড়ি ও দোকান লকডাউন করে লাল পতাকা লাগিয়ে দেয় উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ওই র‌্যাব সদস্য কিছুদিন আগে টেকনাফে তার শশুরবাড়ি থেকে ঢাকা ফেরেন। টেকনাফ থেকে ঢাকায় ফিরে অসুস্থ হওয়ার পর শুক্রবার তাকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। ফলে তার সংস্পর্শে আসা ১৫টি বাড়ি ও দোকান লকডাউন ঘোষণা করা হয়েছে। স্থানীয়রা জানান, ওই র‌্যাব সদস্য গত ২০ মার্চ টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। গত ২৬ মার্চ তিনি টেকনাফ থেকে ঢাকায় ফেরেন। সেখানে জ্বর সর্দি-কাশিতে আক্রান্ত হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও