কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুই মিটার দূরত্বে দাঁড়িয়ে জানাজা, লাইভে দেখলেন বাকি আত্মীয়রা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২০, ২২:৪৭

বিশ্বে এক করুণ দৃশ্য দেখাল করোনাভাইরাস (কোভিড-১৯)। হয়তো কেউ আগে এমন দৃশ্যের সম্মুখীন হয়নি। যে দৃশ্য কখনো কল্পনাই করা যায় না, তেমনই এক দৃশ্য দেখা গেল দক্ষিণ লন্ডনের চিসলেহার্স্ট এলাকার এটারনাল গার্ডেনস মুসলিম গোরস্থানে। দুই মিটার দূরত্ব বজায় রেখে এক বালকের জানাজায় অংশ নিতে বাধ্য হলেন তার আত্মীয়রা। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, ওই মুসলিম বালকের নাম ইসমাইল আব্দুল ওহাব (১৩)। করোনায় আক্রান্ত ওই বালকের সোমবার ভোরের দিকে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে মৃত্যু হয়। মারাত্মক ছোঁয়াচে করোনার সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অনেক দেশে এটা বাধ্যতামূলক করা হচ্ছে। এমনকি সরকার পরিচালনার কাজও করা হচ্ছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। দক্ষিণ লন্ডনের চিসলেহার্স্ট কর্তৃপক্ষও ইসমাইলের আত্মীয়-স্বজনদের বাধ্য করে দূরত্ব বজায় রেখে জানাজা শেষ করতে। শুধু তাই নয়, তার জানাজায় অংশ নেন হাতেগোনা কয়েকজন আত্মীয় (মৃতের চাচা ও খালাত-মামাত ও ফুফাত ভাইয়েরা)। তাদের হাতে লক্ষ্য করা যায় গ্লাভস ও মুখে মাস্ক। আর যারা লাশ বহন করে কবরের কাছে নিয়ে যান, তাদের পরনে ছিল পিপিই (সুরক্ষা পোশাক)। এ-সংক্রান্ত প্রকাশিত ছবিতে দেখা যায়, জানাজায় হাতেগোনা যে কয়জন অংশ নিয়েছেন তারা অপরজন থেকে দুই মিটার দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছেন। মরদেহের কফিন কবরে নামানোর সময় আত্মীয়রা দূর থেকে নীরব দৃষ্টিতে আব্দুল্লাহকে শেষ বিদায় জানান। ডেইলি মেইল জানায়, ইসমাইলের পরিবারের আরও দুইজন সদস্যের করোনার উপসর্গ ধরা পড়েছে এবং তারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও