কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টরন্টোয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য হটলাইন

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২০, ১২:০৮

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদেশি শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তা দিতে হটলাইন চালু করতে যাচ্ছে টরন্টোয় বাংলাদেশ কনস্যুলেট। করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সমস্যার কথা শুনে তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে এই হটলাইন চালু করা হচ্ছে। দু একদিনের মধ্যেই টোল ফ্রি এই হটলাইনের নম্বর ঘোষণা করা হবে।টরন্টোয় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাঈমউদ্দিন আহমেদ বৃহস্পতিবার রাতে দেশেবিদেশে টেলিভিশন আয়োজিত করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত আড্ডায় এই তথ্য জানান।তিনি বলেন, কনসাল জেনারেল অফিসের একজন কর্মকর্তা সার্বক্ষণিক এই নম্বরে সংযুক্ত থাকবেন। যেকোনও বাংলাদেশি শিক্ষার্থী যেকোনও সময়ে এই নম্বরে ফোন করে তাদের সমস্যার কথা জানাতে পারবেন। কনস্যুলেট অফিস তাদের সমস্যা নথিবদ্ধ করে প্রয়োজনীয় সমাধানের উদ্যোগ নেবেন।দেশেবিদেশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল মিন্টোর সঞ্চালনায় প্রতিদিন রাত ৯টায় এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে।চ

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে